আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে দক্ষিণ এশিয়ার দুই বৈরি প্রতিবেশি ভারত ও পাকিস্তান। তবে এই টুর্নামেন্টে আদৌ তারা মুখোমুখি হবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব তো ‘গ্যারান্টি’-ই দিচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না।
এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে তার ভাষ্য, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয়। ভারতের সামর্থ্য জেনেই বলছি, পাকিস্তানের বিপক্ষে যেকোনো মাঠে জিতবে ভারত। তবে গ্যারান্টি দিচ্ছি যে এই ম্যাচটি হবে না।’
কেদার যাদবের মন্তব্য একেবারে হালকা করে দেখার সুযোগ নেই। কারণ সাম্প্রতিক সময়ে প্রায় কোনো খেলাতেই এই দুই দেশ মুখোমুখি হচ্ছে না। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ বয়কট করে ভারত। পাকিস্তান আবার এশিয়া কাপ হকি খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাই শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান হবে কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েই গেছে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি এবং এসিসি টুর্নামেন্টে বরাবরই প্রতিবেশিদের বিপক্ষে খেলেছে ভারত। এবার তার ব্যতিক্রম হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।