এক বলে আর কত রান হতে পারে। ওভার বাউন্ডারি হাঁকালে ৬ রান। বাউন্ডারি হাঁকালে ৪ রান। বলটি নো হলে আরও এক রান হতে পারে। কিন্তু দৌড়ে ৬ রান সংগ্রহের নজির বিশ্বের কোথায়ও আছে বলে জানা নেই।
এমনই এক ঘটনা ঘটল একটি ম্যাচে। খেলাটি কোথায় কাদের সঙ্গে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মনে হচ্ছে ইংল্যান্ডের কোনো ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান দৌড়ে নিজেদের মধ্যে ৬ বার জায়গা পরিবর্তন করছেন। তাদেরকে ৪ বার রান আউট করার চেষ্টা করেও ব্যর্থ হয় ফিল্ডিং দল।
আর সেই ভিডিওটি নিজের অফিসিয়াল এক্সে (সাবেক টুইটারে) শেয়ার করেছেন ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কেটলবরো। সেই ভিডিওটি শেয়ার করে কমেন্টে তিনি লিখেন, ক্রিকেট ইতিহাসে এটি প্রথম ঘটনা (রেকর্ড)।
তিনি ১৮ আগস্ট ২০২৫ সোমবার সকাল ৮.৩৫ মিনিটে ভিডিওটি শেয়ার করেন।মুহুূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ১২ ঘণ্টায় সেই ভিডিওটি দেখেছেন ৬ লাখ ৪৩ হাজার ৪০০ ফলোয়ার।