কাতারে ইসরায়েলের হামলা, নিউ ইয়র্কে জোরদার নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩
আপডেট  : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
কোনো নির্দিষ্ট হুমকির তথ্য না থাকলেও পুলিশ এমন পদক্ষেপ গ্রহণ করেছে।
এনওয়াইপিডি জানায়, এটি সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা।
এক বিবৃতিতে এনওয়াইপিডি জানায়, কাতারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জোরদার করা হয়েছে যোগাযোগ।
নিউ ইয়র্কে কাতারের হামলার কোনো প্রভাব পড়ছে কি না, তা নিবিড়ভাবে পর্বেক্ষণ করা হবে।
সংবাদমাধ্যম এপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ শেষ করার আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
হামলায় কাতারের রাজধানী দোহায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ এ হামলার বিষয়টি নিশ্চিত করে।
গাজায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী কাতারকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হলো।
এদিকে দোহায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাস কাতারে থাকা অ্যামেরিকার সব নাগরিককে নিরাপদে অবস্থান করার নির্দেশনা দিয়েছে।