নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে চূড়ান্ত ভোট হচ্ছে ৪ নভেম্বর। এর প্রায় দুই মাস আগে এক জরিপে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি।
দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সাম্প্রতিক যৌথ জরিপে এ চিত্র উঠে আসে।
জরিপের ফলের বরাতে আইউইটনেস নিউজ জানায়, এতে অংশগ্রহণকারীদের ৪৬ শতাংশ নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে দেখতে চান মামদানিকে। অন্যদিকে কুওমোর পক্ষে ভোট পড়ে ২৪ শতাংশ। সে হিসাবে কুওমোর চেয়ে ২২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি।
জরিপে ১৫ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পান রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া। অন্যদিকে ৯ শতাংশ ভোট পান বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস।
জরিপের বিষয়ে সিয়েনা কলেজের পরিচালক লেভি ডন জানান, মামদানির পক্ষে বিশাল সমর্থনের মূলে আছেন তরুণ ভোটাররা। অন্যদিকে ৪৫ বছরের বেশি বয়সীদের অনেকে সমর্থন করেন সাবেক গভর্নর কুওমোকে।
তিনি আরও জানান, মামদানিকে হারাতে হলে স্লিওয়া ও অ্যাডামসের সমর্থকদের নিজের পক্ষে টানতে হবে কুওমোকে।
আইউইটনেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তরুণদের মধ্যে মামদানির সমর্থন থাকলেও সিটির বিত্তশালীরা মেয়র হিসেবে চান কুওমোকে। পেতে। কুওমোর ভোট বাড়াতে মঙ্গলবার গোপন বৈঠকে বসেন তারা।
গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সমাজতন্ত্রী মামদানির জয় ঠেকাতে চান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। প্রতিদ্বন্দ্বী সবাইকে একত্রিত হয়ে মামদানির পরাজয় নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।