ম্যানহাটনের ব্যস্ত সড়কে মিনিভ্যানের চাপায় পর্যটক নারীর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০

নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির ফ্ল্যাগশিপ শাখার ঠিক বাইরে মিডটাউন ম্যানহাটনে বুধবার এক মর্মান্তিক ট্র্যাজেডির শিকার হন জার্মান এক পর্যটক দম্পতি।
পুলিশের বরাত দিয়ে, ডেইলি নিউজ জানায়, একটি মিনিভ্যানের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক পুরুষ আহত ও তার ৫০ বছর বয়সী স্ত্রী নিহত হয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী ডেইলি নিউজকে বলেন, জার্মান ওই দম্পতি দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। তাদের প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
পুলিশ জানায়, ৫০ বছর বয়সী ভুক্তভোগী নারী এবং তার স্বামী স্থানীয় সময় দুপুর ২টা ৪০মিনিটের দিকে ফিফথ অ্যাভিনিউয়ের ঠিক পশ্চিমে ই. ফরটিয়েথ স্ট্রিটে ক্রসওয়াকে ছিলেন, তখন মোড়ে থাকা একটি নীল-ধূসর মিনিভ্যান উল্টে যায় এবং তাদের ধাক্কা দেয় 
ঘটনাস্থলেই জার্মান নারীকে মৃত ঘোষণা করা হয়।
গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে ইএমএস বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মাথার খুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই দম্পতি হামবুর্গের বাসিন্দা এবং তারা মক্সির একটি হোটেলে অবস্থান করছিলেন।
ঘটনায় অভিযুক্ত ৪০ বছর বয়সী ব্রঙ্কসের মিনিভ্যান চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশের মতে, মিনিভ্যানটির সামনের দিকে মিসিসিপির লাইসেন্স প্লেট এবং পিছনের দিকে "টাইমস স্কয়ার" স্যুভেনির ভ্যানিটি প্লেট ছিল।