মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

ক্ষমতায় এলে চীন উসকানি দেওয়ার সাহস পাবে না

 ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
  ২০ অক্টোবর ২০২৪, ১৩:১৮

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যদি হোয়াইট হাউজে ফিরে আসি তাহলে চীন আমাকে উসকানি দেওয়ার সাহস পাবে না। এর কারণে হিসেবে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানে রিপাবলিকান (ট্রাম্প) ‘খ্যাপাটে’ ব্যক্তি। খবর বিবিসির। 
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, পরবর্তী মাসে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এবং চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করলে আমি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করব।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি বলব, আপনি (চীন) যদি তাইওয়ানে যান (হামলা চালায়), তাহলে আমি আপনাদের ক্ষেত্রে (পণ্য, সেবা) ১৫০ থেকে ২০০ শতাংশ করারোপ করব।  
ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদে ট্রাম্প আরও বলেন, তাইওয়ানকে অবরুদ্ধ হওয়া থেকে রক্ষা করতে আমি সামরিক বাহিনী ব্যবহার করব না কারণ শি আমায় সম্মান করেন এবং তিনি জানেন আমি খ্যাপাটে। 
শির সঙ্গে শক্তিশালী সম্পর্ক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আসলেই ভাল, আমি বন্ধু বলতে চাই না এবং আমি বোকামি করতে চাই না।
এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ট্রাম্প।