পর্তুগালে বসবাসরত বৃহত্তর সুনামগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের ২৭১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি এবং পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
পর্তুগালে স্হানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম ইয়াহিয়া রুপন।
প্রধান উপদেষ্টা আব্দুল মালিক ও উপদেষ্টা মো: ফজরুল হক এনাম সভাপতি হিসেবে মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, অর্থ সম্পাদক ডাঃ জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তানভীর তারেক সহ ২৭১সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষানা করেন । এবং উক্ত কমিটির মেয়াদ পরবর্তী ২ দুই বছরের জন্য নির্ধারন করা হয়।
নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক, সকল ভেদাভেদ ভূলে প্রবাসের মাঠিতে একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ।
কমিটির অন্য সদস্যরা হলেন উপদেষ্টা আব্দুল মালিক, জগন্নাথপুর,মো: ফজরুল হক এনাম ছাতক, তাজ উদ্দিন আহমদ জগন্নাথপুর, হামিদুর রেজা দক্ষিন সুনামগঞ্জ, ফারুক আহমেদ সুনামগঞ্জ, মিজানুর রহমান শাহজামাল ছাতক, মতাব্বির হোসেন জগন্নাথপুর, মর্তুজা আলী বাবুল জগন্নাথপুর, মতিউর রহমান ছাতক, গোলাম ইয়াহিয়া রুপন ছাতক, আব্দুল নুর মিয়া জগন্নাথপুর, গোলাম মাহমুদ আজম ছাতক, আশিক আলী ছাতক, আক্কাস উদ্দিন ছাতক, তাজ উদ্দিন ছাতক।
সিনিয়র সহ সভাপতি জামাল চৌধুরী দিরাই, সহ সভাপতি নাসির উদ্দিন মাস্টার ছাতক, জহির হোসেন দোয়ারা, সাদিকুর রহমান তালুকদার ছাতক, লাকী চৌধুরী দিরাই, জিয়াউল ইসলাম ছাতক, নজরুল ইসলাম ছাতক, সাব্বির আহমদ দক্ষিণ সুনামগঞ্জ।
যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ জগন্নাথপুর , মর্তুজ আলী ছাতক,শিপন আহমদ দিরাই,সিরাজুল হক রাজ ছাতক,আব্দুর রকিব ছাতক,দিলদার মিয়া শান্তিগঞ্জ,হিরন মিয়া তালুকদার ছাতক শান্তিগঞ্জ,সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ছাতক,তোফায়েল আহমেদ জগন্নাথপুর,আবু জাহিদ ছাতক,তপু চৌধুরী দিরাই, মাজেদ তপু ছাতক,ফয়সল আহমদ রিপন ছাতক , প্রচার সম্পাদক জাহেদ তালুকদার জগন্নাথপুর,সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ ছাতক, দপ্তর সম্পাদক কোহিনুর মিয়া জামালগঞ্জ,ওয়েছ আহমদ সুফি জগন্নাথপুর,এনামুল ইসলাম ছাতক।
সদস্য নুরুজ্জামান জগন্নাথপুর . জামাল উদ্দিন ছাতক. রেজা মিয়া ছাতক. ছমির আলী ছাতক. আবু খালেদ জগন্নাথপুর. জাকির হোসেন শান্তিগঞ্জ. সাদিকুর রহমান শান্তিগঞ্জ প্রমূখ