যুক্তরাষ্ট্রে বিজয় দিবসের সমাবেশ

দেশ-বিরোধী ষড়যন্ত্র রুখে দেয়ার সংকল্প

ডেস্ক রিপোর্ট
  ২০ ডিসেম্বর ২০২২, ১৩:০২

দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেয়ার সংকল্প নিয়ে বিপুল উৎসাহে যুক্তরাষ্ট্রে উদযাপিত হলো বাংলাদেশের মহান বিজয় দিবস। বৈরী আবহাওয়া সত্বেও জাতিসংঘে বাংলাদেশ মিশন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-সহ বিভিন্ন সংগঠনের বিজয় সমাবেশে বীর মুক্তিযোদ্ধারাও ছিলেন সরব।  
সব অনুষ্ঠানেই একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতাসহ সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করেন মুক্তিযোদ্ধা-সহ কূটনীতিক ও রাজনীতিকরা। 
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার বিজয় সমাবেশ হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী বীর শহীদগণের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পর জাতীয় সঙ্গীতের সাথে বিজয়ের গান পরিবেশন করেন বহ্নিশিখার শিল্পীরা। 
এদিকে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয় সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে। আলোচনা পর্ব শুরু আগে মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী বীর শহীদগণের স্মরণে একমিনিট নিরবতা পালন ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান নেতৃবৃন্দ। 
অন্যদিকে বাংলাদেশ কন্স্যুলেটে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত অতিথিবৃন্দসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সান্ধ্যকালীন ২য় পর্বে বিদেশী অতিথিদের অংশগ্রহণে কনস্যুলেটে একটি রিসিপশনের আয়োজন করা হয়। কমিউনিটির শিল্পীদের দ্বারা মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।