যথাযথ মর্যাদায় নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের শহীদ নুর হোসেন দিবস পালন। ১০ নভেম্বর রোববার যুবলীগনেতা শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ।
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মাসুদুল হাসান ও প্রধানবক্তা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম। সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয় এবং সকল শহীদদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন শিল্পী রথীন্দ্র নাথ রায়, বীরমুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, মিসবাহ আহমদ, দুরুদ মিয়া রনেল, জাকির হোসেন চৌধুরী অসীম, সৈয়দ কিবরিয়া, শাহনাজ মমতাজ, এন ইসলাম, দুলাল বিল্লাহ, সরয়ার হোসেন, শেখ শফিকুর রহমান, মোশাহিদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল প্রমূখ। সবশেষে উপস্থিত সকলকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।