এ বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
বৈঠকে জানানো হয়, প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ (মাত্র ১২ দিনের ব্যবধানে) পালিত হয়ে আসছে। তবে এবছর দুটি দিবস একই দিনে পালনের প্রস্তাব করা হলে তাতে অনুমোদন দেওয়া হয়। দিবস দুটি একসঙ্গে পালন করলে শ্রমঘণ্টা সাশ্রয়সহ সরকারি অর্থের ব্যয় সংকোচন সম্ভব হবে বলে জানানো হয়।
একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয়/বিভাগগুলোর স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস পালনকে প্রাধান্য দিয়ে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো একই তারিখে একত্রে পালনের বিষয়ে নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ।