বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ'র কোষাধক্ষ্য মহি উদ্দিনের ইন্তেকাল 

ডেস্ক রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৯

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ'র কোষাধ্যক্ষ মহি উদ্দিন ইন্তেকাল করেছেন। ২০ নভেম্বর বাংলাদেশের সফরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মহি উদ্দিনের মৃত্যুতে  সোসাইটির কার্যকরী পরিষদ,  ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির  সভাপতি  মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং  প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।