চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তির দাবিতে আটলান্টিক সিটিতে গীতা সংঘের প্রতিবাদ সভা 

ডেস্ক রিপোর্ট
  ২৮ নভেম্বর ২০২৪, ১৩:০৭

বাংলাদেশ সম্মিলিত   সনাতন জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় আদালতে জামিনে মুক্তি না দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা।
২৬ নভেম্বর মংগলবার  রাতে  শ্রী শ্রী গীতা সংঘের মন্দির প্রাংগনে এই উপলক্ষে প্রবাসী হিন্দুদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভা  সঞ্চালনা করেন গীতা সংঘের সাধারন সম্পাদক স্বরূপ  দাশ ও  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দত্ত ।
সভায় বক্তব্য রাখেন রাজেশ দাশ,জয়শংকর চৌধুরী , কাঞ্চন চৌধুরী, উওম দাশ,বিপ্লব বরন দাশ, শ্যামল চক্রবর্তী,  তৃপ্তি সরকার, সুইটি  দাশ, আন্না মিত্র, বিদ্যুৎ দাশ, রতন ভট্টাচার্য, নীলাদ্রি চৌধুরী প্রমুখ ।
সভায়  বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তারা চট্টগ্রামে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলা ও লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার  জানিয়েছেন।
এছাড়া বক্তারা বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানান। বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। প্রতিবাদ সমাবেশে প্রবাসী হিন্দুরা ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং  শ্লোগানে শ্লোগানে মন্দির প্রাংগন প্রকম্পিত করেন।