আন্তর্জাতিক পরিবেশ বাদী সংগঠন অমরাবতির অন্যতম উপদেষ্টা, গ্ৰেটার সিলেট ডেভেলপমেন্ট ও ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর সাধারণ সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খসরু মোহাম্মদ খানের সাথে অমরাবতির সিলেট অধ্যায়ের প্রতিনিধিদের মতবিনিময় সভা ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সিলেট অধ্যায়ের মূখ্য সমন্বয়ক ডাক্তার খুর্শেদা তাহমীন সীমুর সঞ্চালনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরন করা হয়। সংক্ষিপ্তাকারে অমরাবতি গঠনের ইতিহাস ও বিগত দিনে এটির কার্যক্রম তুলে ধরেন ডাঃ খুর্শেদা তাহমিন শিমু। অমরাবতির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এবং অমরাবতীর সাথে কিভাবে যুক্ত হলেন এইসব বিষয়ে আলোচনা করেন উপস্থিত সূধীজনরা। সবাই অমরাবতির বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই সফলতা ধরে রেখে আরো এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিবেশ রক্ষায় আরো বেশি করে বৃক্ষ রোপনের তাগিদ অনুভব করার পাশাপাশি এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হয়।
অমরাবতীর উপদেষ্টা খসরু মোহাম্মদ খান তার আলোচনায় নিয়ে আসেন অমরাবতী ও সংগঠক সেবুল চৌধুরীর সাথে তার পরিচয় এবং সেই সূত্র ধরে অমরাবতীতে তার যুক্ত হওয়ার প্রেক্ষাপট। পাশাপাশি গ্ৰেটার সিলেট ডেভেলপমেন্ট ও ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর বাংলাদেশ অধ্যায়ের কার্যক্রম সংক্ষিপ্ত করে তুলে ধরেন। পরিবেশ রক্ষায় গাছ লাগাতে অমরাবতী দেশে এবং বিদেশে অনেকই উদ্বুদ্ধ করেছে বলে তিনি জানান এখন তার বাসায়ও গাছ লাগানোর, সবজি বাগান করার কাজে পরিবারের সবার আগ্রহ বেড়েছে। সবশেষে অমরাবতীর সিলেট অধ্যায়ের সবাইকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠান আয়োজনের জন্য।
আলোচনায় অংশগ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব: ) মোসলেহ উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক কবির আহমদ, লাক্ষাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুর আহমদ, দক্ষিন সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত হক, অমরাবতির সিলেট প্রতিনিধি শিরিন চৌধুরী, হায়দার চৌধুরী, সুলতানা সাত্তার।
অনুষ্ঠানে অমরাবতীর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন আহমদ জিননুন দারা, এডভোকেট জাকিয়া জালাল, উন্নয়ন কর্মী সাবিহা সুলতানা হেপি, রোজীনা চৌধুরী, শারমিন কবির, আরিফা সুলতানা, রোমেনা বেগম রোজী, মাসুমা খাতুন, সহকারি শিক্ষক মুর্শেদা আক্তার দিলরুবা, আকবেটের প্রধান নির্বাহী আসাদুজ্জ্বামান সায়েম, সাংবাদিক আলী আহসান হাবীব, সুমন বিন বাসিত, ফজলুল হক খান, মিজানুর রহমান চৌধুরী, আফিকুর রহমান আফিক, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।