যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত

ডেস্ক রিপোর্ট
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:২২

যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক ব্যতিক্রমী গেট টুগেদার আয়োজন করা। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয়ক ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আলহাজ্বে শহিদুল ইসলাম শিকদার। পরিচালনায় ছিলেন জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক সমন্বয়ক মোতাহার হোসেন। আর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আবদুস সবুর, বিএনপি নেতা ডাঃ শাহজাহান মিয়া, যুক্তরাষ্ট্রের যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সাহিত্যিক ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মুরাদ হাছান রেজা , জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা বিএনপি’র সিনিয়র নেতা পারভেজ সাজ্জাদ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাছিম আহম্মেদ , প্রধান উপদেষ্টা বিএনপি নেতা বাচ্চু মিয়া , হাবিবুর রহমান হাবিব, সৌদি বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুল বাতেন , বিএনপি নেতা জাফর ছাদিক , বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মন্জুর মোশেদ , সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বিএনপি নেত্রী নীরা রাব্বানী , বরিশাল ফোরাম সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, হোসেন মোল্লা , মনি আক্তার , জাহিদ ইসলাম ,আসাদুজ্জামান মিয়া , তারেক ইব্রাহিম , সাইদ ইসলাম জয় ,তামিম আহসান ,জিসান হোসেন , মোঃ নাজিম উদ্দিন রায়হান রকিব , সাইদুর রহমান বেলালুর রহমান, ফারুক হোসেন সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। আরও দোয়া করা হয় যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মজিবুর রহমান মজুমদারের সুস্থতার জন্য। সব শেষে সকলের উপস্থিততে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।