বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ এর উদ্যোগে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট
  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬

২  ডিসেম্বর সোমবার স্হানীয় এশিয়ান ড্রাইভিং স্কুল, পার্কচেস্টার, বাংলাবাজার, স্টার্লিং, ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ এর উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্হিত থেকে মুল‍্যবান পরামর্শ দেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.এ নাসির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহানগীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাদিউজ্জামাল, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, পৃষ্ঠপোষক তোফায়েল আহম্মেদ চৌধুরী, লিয়াকত আলী ( কাদেরীয়া বাহিনী), মিয়া মোহামদ দাউদ, কাজী রবিউজ্জামান, অধ‍্যক্ষ সানা উল্লাহ, মকবুল মিয়া, স্বপন মাস্টার, কবি আবু তাহের চৌধুরী, কবি সুধাংশু কুমার মন্ডল প্রমুখ।
সভায় ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত স্হানীয় গোল্ডেন প‍্যলেস, পার্কচেস্টার, বাংলাবাজার, স্টার্লিং, ব্রঙ্কসে  বিজয় দিবসের বিভিন্ন  কমর্সুচী হাতে নিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। সভায় বীরমুক্তিযোদ্ধা আবু জাফর (আহ্বায়ক), বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান (সদস‍্য সচিব) ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল রউফ (অর্থ সচ‍িব) করে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন কমিটি ঘোষনা করা হয়।
সভায় শেষে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য রাখেন  ৫৪তম মহান বিজয় দিবস আয়োজক কমিটি ২০২৪ এর পৃষ্ঠপোষক লিয়াকত আলী ( কাদেরীয়া বাহিনী), সদস‍্য সচিব বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবু জাফর প্রমুখ।