মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১


মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর ২০২৫-২৬ সালের ১৫৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ার ৪৪ টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি (মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক আদিবা আহমেদ (ইউপিএম) স্থানীয় সময় শুক্রবার রাতে বিএসওএম-এর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের প্রায় ৫০টির মতো বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ রহমান, তোফাজ্জল হোসাইন ও ফাওয়াজ রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আশিকুর রহমান, খোকন আহমেদ ও আজোয়াদ করিম। সাংগঠনিক সম্পাদক তাসবীর হোসাইন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইসলাম।
কমিটির অপর সদস্যরা হলেন, ফাইন্যান্স সেক্রেটারি সালমা আকতার, শিক্ষা বিষয়ক সম্পাদক ইলা আকতার, যুগ্ম শিক্ষা সম্পাদক আবিদা সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইয়েরাহ জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাকিব মিয়া ও সাব্বির রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা এবং যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক ফারিয়া ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক আল নাহিদ ও জারিন তাসনীম, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক সুমাইয়া আকতার ও আদিবা চৌধুরী এবং ধর্ম বিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটির প্রত্যেক সদস্যই সংগঠনের গুরুত্বপূর্ণ শক্তি। এখানে থেকে শিক্ষার্থীরা নেতৃত্ব, সংগঠন পরিচালনা, ভলান্টিয়ারিং ও নেটওয়ার্কিংয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারেও ইতিবাচক ভূমিকা রাখবে।’
সাধারণ সম্পাদক আদিবা আহমেদ বলেন, ‘মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহযোগিতাপূর্ণ, নিরাপদ ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই প্রবাসে থেকেও শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যেতে পারে।’
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি।