বাংলা স্কুল বার্সেলোনার উদ্যোগে বিজয় দিবস ও পিঠা উৎসব 

ডেস্ক রিপোর্ট
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২

বাংলা স্কুল বার্সেলোনা এর উদ্যোগে বিজয় দিবস ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর রবিবার বার্সেলোনা বাংলা স্কুল প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলা স্কুলের সভাপতি এম.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা স্কুলের সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম। 
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল,দূতাবাস কর্মকর্তা শ্রম সচিব মুতাসিমুল ইসলাম,পলিটিক্যাল কাউন্সেলর দ্বীন মোহাম্মদ ইমাদুল ইসলাম,বাংলা স্কুলের সাবেক সভাপতি আলাউদ্দিন হক নেসা,বাংলা স্কুলের সাবেক সভাপতি আওয়াল ইসলাম,বাংলা স্কুলের উপদেষ্টা আব্দুল বাসিত কয়ছর,বাংলাদেশ বিজনেস ক্লাব কাতালোনিয়ার সভাপতি সুহেল গাজী,বাংলাদেশ বিজিনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি প্রমুখ। 
বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ছিলো ছাত্র/ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে প্রতিযোগি ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
এসময় অন‍্যান‍দের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম,উত্তম কুমার,আসলাম উদ্দিন,বখতিয়ার রহমান,বেলাল আহমেদ,  ফারুক আহম্মেদ , কাইছার রহমান,আঃশফি,এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।