যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ মিশিগান। এ উপলক্ষে রাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা।
সংগঠনের সভাপতি আহাদ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুন নবি।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরে বক্তব্য দেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬৯’-এর গণঅভ্যূত্থান, ৭০’-এর নির্বাচন, নয় মাসব্যাপী ৭১’-এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্ম বলিদান, দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় প্রবাস থেকে কাজ করে যাওয়ার কথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নুরুল ইসলাম বাঙালি, আমিনুর রশিদ চৌধুরী, জাবেদ চৌধুরী, সৈয়দ মতিউর রহমান শিমু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ‘আজীবন মুক্তিযোদ্ধা’ দেখানো হয়।