গ্লোবাল ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলসের ই টিকেটিং ওয়েবসাইট “মাই বেস্ট ফ্লাই ডটকম” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘরে বসেই অনলাইনে বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট কিনতে ও বিভিন্ন এয়ারলাইন্সের প্রাইজ সম্পর্কে ধারণা নিতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। বিশেষ অতিথি ছিলেন এমিরেটস এয়ারওয়েজের নিউইয়র্কের এক্সিকিউটিভ ম্যানেজার আল নোমান, কাতার এয়ারওয়েজের বাংলাদেশ চ্যাপটারের কমার্শিয়াল ম্যানেজার বখসী মো তৈয়ব, ইথোপিয়ান এয়ারলাইন্স নিউইয়র্কের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এ্যানি খান, টাইম টিভির সিইও আবু তাহের, টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট এ এফ জামান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ড. ওয়াজেদ এ খান, আই এ টি এ’র জেনারেল সেক্রেটারি মাসুদ মোর্শেদ, গ্লোবাল ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মো নাসির উদ্দিন বাশার এবং সিইও আলহাজ্জ মো শামসুদ্দিন বশির।
“মাই বেস্ট ফ্লাই ডটকম” এর উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ অফার ঘোষনা করেন গ্লোবাল ওয়ার্ল্ড ট্যুরস এর সিইও আলহাজ্জ মো শামসুদ্দিন বশির। এই ওয়েবসাইট থেকে নিউইয়র্ক-ঢাকা কিংবা যেকোন আন্তর্জাতিক রুটের রিটার্ণ টিকিট করলে ডোমেস্টিক রুটের ফ্রি টিকেট পাবেন যাত্রীরা। আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।