ইউনূস সরকারের হত্যা, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ সুইজারল্যান্ডে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯

বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন-নিপীড়ন, বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে সুইজারল্যান্ডের জুরিখ সিটি সেন্টারের একটি হলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে 
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম ও অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ‍্যামল।
বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সর্ব ইরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শ্রী অনিল দাস গুপ্তের সম্প্রতি মৃত্যু এবং দেশ ও স্বাধীনতার জন‍্য আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। 
মঞ্চে ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী, প্রধান উপদেষ্টা আসকির মিয়া, বাবুল সরকার এবং ইমরান খান মুরাদ।
বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহানারা বাশার, মশিউর রহমান সুমন, জামাল উদ্দিন, আনিস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, মিয়া সাব্বির রনি, সাংগঠনিক সম্পাদক সাইদ জসিম, গৌরি চরন সসীম, সাইফুল ইসলাম সুমন, শিহাব উদ্দিন, সৈয়দ মান্নান, কাজী আকলিমাসহ আরও অনেকে।