নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো চিটাগাং রাইজিং স্টার ইউএস ইনক্ 

ডেস্ক রিপোর্ট
  ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিটাগাং রাইজিং স্টার ইউএস ইনক্ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। চট্টগ্রামের কয়েকজন যুবক ও তরুণ মিলে সামাজিক ও অরাজনৈতিক এ সংগঠন প্রতিষ্ঠা করেন। গত ২৯ ডিসেম্বর (রোববার) জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে আহ্বায়ক মীর কাদের রাসেলের সঞ্চালনায় ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে ২০  সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  উপস্থিত সকলে নবগঠিত এ কমিটির সকলকে ফুলদিয়ে বরণ করে নেন। এছাড়া আরো রয়েছেন  সারোয়ার আলম, মোহাম্মদ এম বিল্লাহ, আব্দুল হালিম মেসবা, ইকবাল হোসেন ভুইয়া সহ আরো অনেকে।
কুরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী এ্যাটর্নী মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক, আমেরিকান লিগেল অফ নেশনস এর সভাপতি শাহিদা হাই।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাসান চৌধুরী, হাজী শফি, মাসুদুল হক চৌধুরী ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবীবসহ আরো অনেকেই।