নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটিকে ট্যাক্স ফাইলিংয়ের সেবা দেয়ার জন্য জ্যাকসন হাইটসের ৭২-৩২ তে নতুন অফিস উদ্বোধন করেছেন সিপিএ শ্রাবনী। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে প্রেস কনফারেন্সের আয়োজন করেন সিপিএ শ্রাবনী।
সিপিএ শ্রাবনী বলেন ,বাংলাদেশী হিসেবে কমিউনিটির পাশে থাকার জন্য স্বল্পমূল্যে ট্যাক্স সুবিধা সহ নানাবিধ সেবায় বাংলাদেশিদের পাশে থাকাই তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। তিনি আরো বলেন ফ্লোরিডা ,কালেকটিকাট, এবং নিউইয়র্ক সহ তার মোট তিনটি লাইসেন্স থাকায় তিন স্থানের যে কেউ জ্যাকশন হাইটস অফিস থেকে ট্যাক্স অ্যাকাউন্টিং এবং বিজনেস সংক্রান্ত যেকোনো ধরনের সুবিধা নিতে পারবেন।
এ সময় চট্টগ্রাম সমিতি এই নবনির্বাচিত কমিটি ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান এবং নিউইয়র্কস্থ চট্টগ্রামবাসী সহ বাংলাদেশী কমিউনিটির মানুষকে শ্রাবণীর কাছ থেকে সেবা নেওয়ার পরামর্শ দেন সমিতির নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। এ সময় চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি সহ বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ কনফারেন্সে উপস্থিত ছিলেন।