আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ ও ডিনারে অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন। তাকে তিনটি অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম দিনে ওয়াশিংটনের ক্যাপিটাল হিল এলাকায় মেক আমেরিকা গ্রেট এগেইন ভিক্টরি র্যালি হবে। দ্বিতীয় দিন সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর ক্যাপিটাল হিলে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ও বিকালে ৬টা ৩০ মিনিটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ওয়ালটার ওয়াশিংটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
এম এ বাতিন জানান, তাকে আমন্ত্রণ জানানোয় তিনি গর্ববোধ করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, এসব অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাওয়া অবশ্যই সম্মানের। আমেরিকায় অনেক প্রবাসী বাংলাদেশির বসবাস, কিন্তু কতজন এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পান। তাকে আমন্ত্রণ জানিয়ে যেহেতু সম্মানিত করা হয়েছে, সেহেতু তিনি অবশ্যই যাবেন।
এম এ বাতিন দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। স্বৈরচারী এরশাদ ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি সব সময় সক্রিয় ছিলেন। বিক্ষোভ করেছেন বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। ছুটে গিয়েছেন জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টে।