কানাডায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
"আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে"—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত সম্মেলনে প্রবাসী বাঙালির সাংস্কৃতিক আন্দোলনকে আরো শক্তিশালী করার দৃঢ় সংকল্প প্রকাশিত হয়।
সম্মেলনের উদ্বোধন হয় জাতীয় সংগীত পরিবেশন দ্বারা। এতে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় নেতৃত্বের সদস্য অমিত দে, কঙ্কন নাগ এবং আরিফ নুর। সম্মেলনে গত দুই বছরের শোক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট ও আর্থিক রিপোর্ট গৃহীত হয়।
এ ছাড়া কাউন্সিল অধিবেশন শেষে ৩৩ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সুভাষ দাস পুনরায় সভাপতি এবং মিনারা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সৌমেন সাহাকে জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ৮ম সম্মেলন প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আগামী দিনে উদীচী’র কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে সকল সদস্যরা আশা প্রকাশ করেছেন।
এ শ্লোগানকে বুকে ধারণ করে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ৮ম সম্মেলন। গত ১১ জানুয়ারি ২০২৫ সালে বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস মিলনায়তন আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে।সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমিত দে, কঙ্কন নাগ, ও আরিফ নুর।কাউন্সিল অধিবেশনে গত দুই বছরের শোক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, ও আর্থিক রিপোর্ট গৃহীত হয়। এই কাউন্সিল অধিবেশনের শেষে সুভাষ দাসকে সভাপতি এবং মিনারা বেগমকে সাধারণ সম্পাদক পুননির্বাচিত করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়। একই সাথে জাতীয় পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত করা হয় সৌমেন সাহাকে।