স্বঘোষিত কমিটি প্রত্যাখ্যান দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের

ডেস্ক রিপোর্ট
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৪

দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের একাংশ নিজেদের আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক পদবি দাবি করা স্ব-ঘোষিত কমিটিকে সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগ। 
রোববার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটার সময় জোহান্সেনবার্গের ফোর্ডসবার্গে আল-মক্কা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম খাঁন (ফারুক), সাধারণ সম্পাদক আবু নাসের হাজারি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের রূপম ও তানসান মূল কমিটিকে পাশ কাটিয়ে সমর্থকদের ক্ষুদ্র একটি অংশকে নিয়ে গোপন স্থান থেকে নিজদের প্যান প্যাসিফিক আফ্রিকার আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফর রহমান রূপম ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল তানসেন কমিটি ঘোষণা করে আফ্রিকা অঞ্চলে দলের নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি করে যাচ্ছে। 
নেত্রী উভয় পক্ষকে সমন্বয় করে সভা আয়োজন করতে বললেও তারা তথ্য গোপন করে নেতাকর্মীদের শেখ হাসিনার ভার্চুয়াল আলোচনা সভা থেকে দূরে রেখে নিজেদের আফ্রিকা অঞ্চলের নেতৃত্ব বলে জানান দিচ্ছে। বাস্তবতা ভিন্ন রূপম তানসানের এ কর্মকাণ্ডে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশসহ সোয়াজিল্যান্ড, মোজাম্বিক, বতসোয়ানায় আওয়ামী লীগের কাজকর্মে বিরূপ প্রভাব পড়ছে।  
তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর দলের নেতাকর্মীদের মধ্যে সভানেত্রী ও দলের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকা অঞ্চলে দলের দুর্দিনের সুযোগ নিয়ে রূপম ও তানসান আওয়ামী লীগের ইমোশনকে ব্যবহার করে চাঁদাবাজি করে যাচ্ছে। এতে কর্মীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামিম, সহ-সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।