রূপা হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ করে সংখ্যালঘু নির্জাতন বিষয়ে মিথ্যা তথ্য দেয়ার প্রতিবাদে ইলিং সেন্ট্রেল এন্ড এ্যাকটন আসনের বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার সংগঠন ‘আমরা বাংলাদেশী’র উদ্যোগে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামনে বুধবার (২৯ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন, প্রতিবাদকারীদের সাথে সাদা ইংরেজরাও অংশ নেন।

রূপা হক এমপির ব্রিটিশ পার্লামেন্ট থেকে অবিলম্ভে পদত্যাগের দাবি সমাবেশে জানিয়ে বক্তারা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে পট পরিবর্তনের ফলে ক্ষমতায় আসে ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সে সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের মানুষের উপর নেমে আসে অন্ধকার। দেশব্যাপী অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতায় নির্বিচারে মৌলবাদি গোষ্ঠী ও জঙ্গিরা দেশব্যাপী চালায় তান্ডব। এ পর্যন্ত মৌলবাদী গোষ্ঠীর আক্রমণের শিকার  হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া মুসলিম, সুফী দরবেশসহ দেশের হাজার হাজার নিরীহ মানুষ।’
‘সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছে উগ্রপন্থী হেফাজতে ইসলাম ও স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলাম ও হিযবুত তাহরির নিয়ন্ত্রিত কয়েকজন উপদেষ্টা। বাংলাদেশের সাংবাদিকরা বলছেন, তারা সত্যকথা লিখতে পারেন না। স্বাধীনভাবে কথা বলতে পারেন না। এই সরকার সংস্কারের নামে বাংলাদেশের সংবিধান মুছে ফেলতে চাইছে, চাইছে মুক্তিযুদ্ধের চিহ্নকে মুছে ফেলতে।’
বক্তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘একজন ব্রিটিশ এমপির বাংলদেশ নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার মেনে নেয়া যায় না। আমরা ব্রিটিশ এমপি রূপা হকের ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি।’
তারা বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে গভীর উদ্বগের সাথে পরিলক্ষিত করছি, রূপা হক বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরের সাথে তার সুসম্পর্ক বজায় রাখছেন। যার সর্বশেষ উদাহরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধী দলের নেতা শফিকুর রহমানের সাথে তিনি ব্রিটিশ পার্লামেন্টে একটি সভায় মিলিত হয়েছেন। রূপা হক মানবতা বিরোধী ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক অবস্থান নিয়ে বাংলাদেশ নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি অমানবিক আচরণ করেছেন।’
সমাবেশে বক্তব্য দেন অমৃত দাশ, অভিষেক শেখর জিকু, রবিন দাশ, অসীমা দে, সুজয় স্বরুপ, শ্যাম সুজিত দাশ, নজরুল ইসলাম, নিশিত, নীলকান্ত।