নিউইয়র্কে ইসলামিক হোম ফিনান্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটায় ব্রঙ্কসের আল আকসা চাইনিজ পার্টি হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু ও গাইডেন্স রেসিডেন্সিয়ালের সৌজন্যে এই সেমিনার আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সুদের উপর আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে গাইডেন্স রেসিডেন্সিয়ালের ইস্ট কোস্টের ভাইস প্রেসিডেন্ট সামি কবির গাইডেন্সের হোম ফিনান্সের সেবার পরিধি তুলে ধরেন। তিনি বলেন, গাইডেন্স কোন ব্যাংক না এটা একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি। একটি এলএলসি তৈরীর মাধ্যমে আমরা হোম বায়ারের সাথে কো-ওনার হই, তাই এখানে কোন সুদের প্রশ্ন আসে না।
তিনি আরও বলেন, ব্যাংক হলে সুদ থাকত, আমরা কোন ব্যাংক না। কেউ যদি কিস্তি দিতে দেরি করেন আমরা লেট ফি চার্জ করি না। কিস্তি বন্ধ করে দিলে তাঁর বিনিয়োগকৃত মূলধন ইকুইটিসহ ফিরিয়ে দেই। ব্যাংক হলে ৩ মাস পেমেন্ট না দিলে বাড়ি ফরক্লোজ শুরু করবে। কিন্তু আমরা বাড়ি ফরক্লোজ করি না।
সামি কবিরের সাথে লোন অফিসার শাকিল কামরানও উপস্থিত ছিলেন। তারা আগত অতিথিদের ইসলামী ফিনান্স নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল রিয়েলটর কামরুজ্জামান বাচ্চুর সেবার পরিধি নিয়ে আলোচনা। তিনি বলেন, ২০০৪ সাল থেকে নিউইয়র্কে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, বিজনেস, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল, অকশন, ফরক্লোজার, ব্যাংক মালিকানা, বাড়ি ক্রয়-বিক্রয়ে সহায়তা করেন। তিনি বসবাস অথবা ইনভেস্টমেন্ট করার জন্য বাড়ি, প্রপার্টি ক্রয়-বিক্রয়ে সহায়তা করেন। কেউ যদি তাঁর বাড়ি বা সম্পত্তি বিক্রি করতে চান সেটাও তিনি সঠিক মূল্যে বিক্রি করতে সক্ষম। কারণ তাঁর কাছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার আছে। তিনি বাড়ি ভাড়াও দিয়ে থাকেন।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক হোমবায়ার ছাড়াও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, ইউএসএনিউজঅনলাইন.কমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সিপিএ জাকির চৌধুরি, ডা. মো. শাহজাহান, প্রফেসর আ. করিম, সাইফুল নিজাম, আব্দুল্লাহ আল সাকিব, মো. এম হোসাইন, এমডি হাসান, সাংবাদিক জহিরুল হক, মো. রহমান, মো. কামাল হোসেইন, সোয়েইব আহম্মেদ, এমডি মহসিন মিয়া, এমডি শাহাজাদা ইমরান, এমডি হোসেইন, এমডি মোজাম্মেল হক, জুয়েল লস্কর, এমডি মহিউদ্দিন, লাল মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল মালিক, এমডি শাহজান মালিসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।