কানাডাতেই হবে দাফন

কবি আসাদ চৌধুরীর জানাজা বাদ জুমা
কানাডা সংবাদদাতা
  ০৬ অক্টোবর ২০২৩, ১২:৩৫

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান ও জনপ্রিয় কবি আসাদ চৌধুরীর মরদেহ দেশে আনা হচ্ছে না। কানাডাতেই তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার কবির জামাতা নাদিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কানাডার স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে আসাদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হবে। তারপর পিকারিং ডাফিন মেডোজে আসাদ চৌধুরীকে দাফন করা হবে। 
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর। অশোয়ার লেকরিজ হেলথ হাসপাতালে কবি চিকিৎসাধীন ছিলেন।