নিউইয়র্কে বসবাসরত ফরিদপুরবাসীদের প্রাণের সংগঠন ‘ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা এবং একে অপরের সহযোগিতায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ দুই মাস ধরে একাধিক সভার মাধ্যমে উপদেষ্টা ও সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লাকিবুল ইসলাম। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মন্জিল চৌধুরী, মোহাম্মদ এনামূল হক হেলাল, এনামূল এহসান ত্বহা, মোহাম্মদ জাকির সিকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম ও কাজি মেহেদি হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খান নাজমুল হাসান, মোহাম্মদ খায়রুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান, শিহান রেজা, লিয়াকত আলী শরীফ ও মোহাম্মদ মিজানুর রহমান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম আল মামুন এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ সুমন মিয়া। দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ফজলে হোসেন, আইন ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাসুদ রানা। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এসকে হিরু এবং সহকোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মুকুল হাসান। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে শিমুল সিং রয় এবং প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ রিদয় মিয়া দায়িত্ব পালন করবেন।
ক্রিড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকাশ ইসলাম এবং সহ ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন শুভ সাহা। নারী ও শিশুবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদা করিম এবং সহযোগী নারী ও শিশুবিষয়ক সম্পাদক হয়েছেন রিক্তা সিকদার। সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান সোহাগ এবং ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
নতুন কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে কাজী ফকরুল হাসান, মোহাম্মদ আবুল বাশার মিয়া, মোহাম্মদ জাকির হোসেন, পিযুষ কুমার মিত্র, মোহাম্মদ আক্তার মাতুব্বর, মোহাম্মদ মোস্তফা কামাল, হাবিবুর রহমান ও মোহাম্মদ রেজাওয়ান সিদ্দিকী মনোনীত হয়েছেন।
সংগঠনটির নতুন সভাপতি সাকিব হায়দার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ লাকিবুল ইসলাম বলেন, খুব শীঘ্রই এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।