বাংলা পত্রিকা রিপোর্ট: নিউইয়র্কে কাজ থেকে ফেরার পথে আবারো সাবওয়ে ট্রেনে দূর্বৃত্তের হামলায় বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ম্যানহাটন থেকে জ্যামাইকায় এফ ট্রেনে দূর্বৃত্তের হামলার শিকার হন মো. মুমিন হোসেন (২৬) নামে ওই বাংলাদেশি যুবক। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। নিউইয়র্কে তিনি জ্যামাইকার হিলসাইডে বসবাস করছেন।
মুমিন হোসেন টাইম টিভি ও বাংলা পত্রিকাকে জানান, মঙ্গলবার রাতে ম্যানহাটন থেকে তিনি জ্যামাইকার হিলসাইডে বাসায় ফিরছিলেন। প্রথমে ম্যানহাটন থেকে ই ট্রেনে রুজভেল্ট এভিনিউতে সাবওয়েতে নামেন। সেখান থেকে আবার ট্রেন বদল করে এফ ট্রেনে ওঠেন। ট্রেনে মুমিন ক্লান্ত অবস্থায় বসেছিলেন। ৬৭তম এভিনিউ সাবওয়েতে পৌঁছার আগ মুহূর্তে ওই ট্রেনের কোচে থাকা এক যুবক অতর্কিত লোহার ধাতু বিশিষ্ট একটি বস্তু দিয়ে মুমিনের মাথায় আঘাত করে। এ সময় ট্রেনে থাকা অন্য যাত্রীরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ট্রেনটি ৬৭তম এভিনিউ সাবওয়েতে থামালে ওই দূর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়।
মুমিন বলেন, আমি তখন মাথায় হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। তখন ট্রেনের সবাই ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। আমি রক্তাক্ত অবস্থায় কোনরকম সাবওয়ের কাউন্টারে গিয়ে দায়িত্বরত এমটিএ কর্মকর্তাকে জানালে তিনি ৯১১ এ কল দিয়ে পুলিশ এবং এম্বুলেন্স আনেন। সেখান থেকে আমাকে জ্যামইকা হাসপাতালের ইমার্জেন্সীতে ভর্তি করা হয়। একদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আমাকে চিকিৎসকরা বিশ্রামের পরামর্শের দিয়ে বাসায় পাঠিয়েছেন। পুলিশ আমার বাসায় এসে তথ্য নিয়ে গেছে।
মুমিন আরো জানান, তাঁর ওপর হামলার সময় ট্রেনের ভিতর এবং ৬৫ সাবওয়ে স্টেশনে কোন পুলিশ দায়িত্বরত অবস্থায় দেখতে পারেন নি।