সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের

ডেস্ক রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

সিলেট বিভাগ নিয়ে প্রদেশ বাস্তবায়নের দাবিতে আন্তর্জাতিক জুম মিটিং করেছে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) লন্ডন সময় বিকাল ৩টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্টজনদের অংশগ্রহণে এ মিটিং অনুষ্ঠিত হয়। 
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালের পরিচালনায় সভায় বিশ্বের প্রায় ৪০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় অতিথি ছিলেন সিলেট পৌরসভা ও সিলেট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল,  আমেরিকার ডিস্কেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জিয়াউদ্দিন আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতারুল ইসলাম, রানা ফেরদৌস চৌধুরী, ইউকে বিসির সাবেক প্রেসিডেন্ট এমএ মুনিম, বর্তমান সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহ সভাপতি অলিউদ্দিন শামীম, আব্দুল মোনেম জাহেদী ক্যারল, সৈয়দ হাসান আহমদ, শেখ ফারুক আহমদ, জামাল আহমেদ খান, কেন্দ্রীয় ট্রেজারার রফিকুল হায়দার, সহ সম্পাদক আবুল হোসেন, ইয়াকুব কামালী, ইসবাহ উদ্দিন, ফয়জুল হক, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জাহাংগীর খান, আশিকুর রহমান, অস্টেলিয়া থেকে ইঞ্জিনিয়ার রাসেল আহমদ, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, ট্রেজারার শামীম আলম কোরেশী, এবিসি নিউজের চেয়ারম্যান আলাউর রহমান খন্দকার, ফ্যান্স কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত, স্পেনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, পর্তুগাল থেকে আবুল হাসনাত, সাংবাদিক সাহাব উদ্দিন, প্রফেসর মিছবাহ উদ্দিন, দুবাই থেকে ছয়ফুল ইসলাম, নিউইয়র্কের বাফেলো থেকে আব্দুল মুক্তাদির, মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ, নিউইয়র্ক থেকে শ্যমল চন্দ চন্দ ও ইংল্যান্ড জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদ, বাহরাইন থেকে নজরুল ইসলাম সিদ্দিকী, বদরুল হক মনসুর, এ শামীম আহমদ।
সভায় সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট শাখার পক্ষ থেকে আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটে গোল টেবিল বৈঠকে বাংলাদেশের টিমের সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া, আগামী দিনের নানা কর্মসূচি নেওয়াসহ গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, ‘সিলেট বিভাগ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। চট্টগ্রামের সাথে সিলেটকে যুক্ত করার চক্রান্ত প্রতিহত করতে হবে। আমরা সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ চাই। সংস্কার কমিশনের সুপারিশ মতে বাংলাদেশকে যদি কয়েকটি প্রদেশে ভাগ করতে হয়, তাহলে বৃহত্তর সিলেটের চারটি জেলা নিয়ে একটি প্রদেশ গঠন করা হবে যুক্তিযুক্ত। চট্টগ্রামের সাথে যুক্ত করা হবে অবাস্তব ও অযৌক্তিক। বৃহত্তর সিলেটের ভৌগোলিক অবস্থা ও লে-আউট আলাদা এ কথা সরকারের বুঝা উচিৎ। সিলেট থেকে চট্টগ্রামের চেয়ে ঢাকায় বরং যাওয়া যাবে দ্রুত। তাই, চট্টগ্রামের সাথে সিলেট কানেক্ট করে প্রদেশ করলে সিলেট হবে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত। এমন হটকারি, অবাস্তব ও অযৌক্তিক সীদ্ধান্ত কোনো অবস্থাতেই বিশ্বময় বসবাসকারী সিলেটের মানুষ মেনে নেবে না।’