অভিবাসন নিয়ন্ত্রণ বাড়ানোর পদক্ষেপ হিসেবে কানাডায় নতুন নিয়ম চালু করা হয়েছে। এ আইনে অফিসারদের অস্থায়ী বাসিন্দা ভিসা, দর্শনার্থী ও স্টুডেন্ট ভিসা বাতিল করার এখতিয়ার দেওয়া হবে। ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা ইমিগ্রেশন এবং রিফিউজি সুরক্ষা নিয়মাবলী আপডেট করেছে। যা প্রয়োজনে ইমিগ্রেশন এবং সীমান্ত পরিষেবা কর্মকর্তাদের অস্থায়ী নথি বাতিল করার স্পষ্ট ক্ষমতা দিয়েছে।
কানাডা সফর শেষে চলে যাবেন এমন নিশ্চয়তা দেখাতে না পারলে ও প্রয়োজনীয় ডকুমেনটস দেখাতে ব্যর্থ হলে ইমিগ্রেশন কতৃর্পক্ষ তাৎক্ষনিকভাবে তাদের স্ট্যাটাস বাতিল করতে পারবে। ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট বাতিল করার ক্ষমতা পেয়েছেন অফিসারেরা। সংশোধনীগুলোর লক্ষ্য কানাডার অস্থায়ী বাসস্থান কর্মসূচির অখণ্ডতা জোরদার করা এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করা।