কানাডা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির অভিষেক

কানাডা সংবাদাদাতা
  ১২ অক্টোবর ২০২৩, ১১:৪১

বাংলাদেশ আওয়ামী লীগের কানাডা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান টরন্টো নগরীর ৯ ডজ রোড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিআইপি ফারুকী হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডা. খলিলুর রহমান। 
নবনির্বাচিত ৭৫ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি গোলাম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। ক্যুইবেক প্রদেশ আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশির ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা ৭৫ সদস্যবিশিষ্ট অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের নাম ঘোষণা করেন সিআইপি ফারুকী হাছান।
তিনি তার বক্তব্যে বলেন, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের দল বিএনপি-জামায়াত যেন ক্ষমতায় না আসতে পারে, সে বিষয়ে কানাডা আওয়ামী লীগের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল প্রকার মিথ্যাচার, গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কানাডা আওয়ামী লীগের সকল সদস্যদের সজাগ থাকতে হবে। 
ফারুকী হাছান বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে, বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। 
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। সরকার পতনের নামে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে সকলের প্রতি আহ্বান জানাই।