যুক্তরাষ্ট্রে বসবাসরত ভাটেরাবসীদের সংগঠন ‘‘ভাটেরা এসোসিয়েশন অব ইউএসএ ইনক্’’ এর নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। ৮ মার্চ শনিবার জ্যামাইকার ১১৬-৩৩, কুইন্স বোলভার্ড ফরেস্ট হিলের আগ্রা প্যালেস এন্ড পার্টি হলে অভিষেক ও ইফতার মাহফিল আয়োজন করা হবে। ভাটেরাবাসীসহ নিউইয়র্ক, নিউজার্সিসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল বাংলাদেশীসহ সর্বস্তরের মানুষকে উক্ত অভিষেক ও ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন ‘‘ভাটেরা এসোসিয়েশন অব ইউএসএ ইনক্’’ এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।