স্পেনের শান্তাকলোমায় সর্ববৃহৎ ইফতার

ডেস্ক রিপোর্ট
  ২৫ মার্চ ২০২৫, ২০:১৬

রমজানের গুরুত্ত্ব, রোজা, ইফতার ও ইসলামের সৌন্দর্যকে সমুন্নত রেখে স্পেনের শান্তাকলোমা দে গ্রামানেটে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ইফতার ও দোয়া মাহফিল। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি নন-মুসলিমদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান হয়ে উঠেছিল সম্প্রীতির মিলনমেলা।
শনিবার (২২ মার্চ) কমিউনিদাদ দে বাংলাদেশ শান্তাকলোমা দে গ্রামানেট ও বার্সেলোনার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
অনুষ্ঠানে যোগ দেন সান্তাকলোমা দে গ্রামানেটের আয়োন্তামেন্তের কর্মকর্তা বারবারা ফেরের স্কোবার, ক্রিস্তিনা বার্গার সরিয়া। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম বাদল, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান নাসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মোল্লা, সহ-সভাপতি বখতিয়ার রহমান, সহিদ খালাসি, রবিন পরাজি, মহসিন মিয়া, শাহাদাদ মুন্সি, অর্থ সম্পাদক এবাদুল হক মাতবর, প্রধান উপদেষ্টা মাসুদ রহমান, উপদেষ্টা মোশারফ বেপারী, কামাল হোসেন ও শফিকুর রহমান স্বপন।
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রিনিউস ২ মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ মোহামেদ। তাঁর দোয়ায় ফুটে উঠেছিল বিশ্বজুড়ে শান্তি, মানবতার জয় ও সম্প্রদায়গত সম্প্রীতির আকুতি।  
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাইকে একত্রিত করা। রমজানের শিক্ষা সহমর্মিতা, আত্মত্যাগ ও পরিশুদ্ধ জীবনযাপনের বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও নন-মুসলিম নাগরিকদের সঙ্গে সুদৃঢ় বন্ধন গড়ে তোলাই ছিল উদ্দেশ্য।
অনুষ্ঠানে খোরশেদ আলম বাদল বলেন, ‘রমজান শুধু মুসলিমদের জন্য নয়, এটি মানবতার মাস। এই আয়োজনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি ভালোবাসাই পারে সব বিভেদ মুছে দিতে।’
বারবারা ফেরের স্কোবার বলেন, ‘এই ধরনের আয়োজন সামাজিক সংহতি ও সাংস্কৃতিক বিনিময়কে ত্বরান্বিত করে। আমরা সর্বদা সম্প্রদায়গত এই উদ্যোগকে স্বাগত জানাই।’