ওয়াশিংটনের ভার্জিনিয়ায় আগামী ২১ অক্টোবর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বৈদিক কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে স্প্রিংফিল্ড এর ক্রেস্টউড ইলেমেন্টারি স্কুল অডিটরিয়ামে দিনব্যাপী চলবে এই আনন্দ আয়োজন।
আয়োজকদের প্রধান তপন দত্ত বলেন, দেবী দুর্গা বরণ করা হবে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি বজায় রেখে। পূর্জা অর্চনার পাশাপাশি অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা করা হবে।