জ্যামাইকায় ক্যাথলিক ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

ডেস্ক রিপোর্ট
  ০৫ এপ্রিল ২০২৫, ১৩:২৫

জ্যামাইকার আল কুবা মসজিদে ঈদের জামাতে ক্যাথলিক ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে এক ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে ইব্রাহিম। 
ঈদের নামাজের উপস্থিত হয়ে নওমুসলিম ইব্রাহিম বলেন, মুসলমানদের প্রতি তার ভ্রান্ত ধারণার অবসান ঘ্টায় এবং ইসলাম প্রকৃত অর্থে শান্তির ধর্ম বুঝতে পারার পর মুসলমান হয়েছেন তিনি। 
ক্যাথলিক অনুসারী থেকে ইসলাম গ্রহণের পর মসজিদ আল কুবায় ঈদ জামাতে শত শত মুসল্লির উপস্থিতিতে ইব্রাহিমকে মুসলিম ভাই হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় মুসল্লিরা তাকবির ধ্বনিতে তাকে বরণ করে নেন এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান। 
জ্যামাইকার মুসলিম কমিউনিটিতে এ ঘটনা নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করছেন অনেকে।