শারদীয় দুর্গোৎসবের আমেজে কানাডা 

কানাডা সংবাদদাতা
  ২৪ অক্টোবর ২০২৩, ১২:০৭

কানাডার ক্যালগেরিতে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। কানাডার সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘আমরা সবাই’ এই দুর্গাপূজার আয়োজন করবে।
ক্যালগেরির চেস্টারমেয়ার রিক্রেয়েশন সেন্টারে আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। ঢাক-ঢোলের বাজনা। কাঁসা, শাঁখের আওয়াজ ও ভক্তদের উলুধ্বনিতে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হবে দিনগুলো।
ইতোমধ্যেই ভারতের স্বনামধন্য শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবে প্রবাসী বাঙালিদের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। অডিটোরিয়ামের সাজ-সজ্জা আর দাওয়াতপত্র পৌঁছে দিতে ব্যস্ত সবাই। তিন দিনব্যাপী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আলবার্টার প্রথম বাংলা অনলাইন পত্রিকা ‘প্রবাস বাংলা ভয়েস’।
বরফাচ্ছন্ন কানাডার আকাশে যখন বরফ পড়ার শঙ্কা, উদার প্রকৃতিতে যখন কাশের দোলা; তখনই সনাতন ধর্মাবলম্বীদের মনে দুর্গাপূজার উৎসবের রঙ। বাংলা সংস্কৃতিকে তুলে ধরে সাজানো হবে পূজামণ্ডপ।
ক্যালগেরির ‘আমরা সবাই’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত সমকালকে বলেন, আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বে শান্তি বিরাজ করবে। আগামী দিনগুলো আরও সুন্দর হয়ে উঠবে। সব পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে ফিরে আসবে শান্তি- এমনটাই আমাদের প্রত্যাশা।
সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত বসু বলেন, এ আয়োজন করতে পেরে আমরা খুশি। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্ত্বাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে- হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা।
তিনি আরও বলেন, মা দুর্গার আশীর্বাদে হিংসা, লোভ, লালসা আর যুদ্ধের মতো সহিংসতা দূর হয়ে পূথিবীতে শান্তি বিরাজ করবে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্ব নতুন করে জেগে উঠবে। আমরা এটাই প্রত্যাশা করি।
কানাডার সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিদের সংগঠন ‘আমরা সবাই অফ ক্যালগেরি’ দুর্গাপূজাকে ঘিরে মেতে উঠবেন আনন্দ উৎসবে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে। দেবীর পায়ে অঞ্জলি আর দর্শনের পাশাপাশি বিশ্ববাসীর সুখ ও শান্তি কামনা করে করবেন প্রার্থনা।