বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর রোববার প্যাটারসনের বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌসভার প্যানেল মেয়র ও বিএনপি’র সহ সভাপতি হেলালুজ্জামান। মাহফিলের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহসভাপতি সৈয়দ খালিদ আলী।
বক্তব্য রাখেন নিউজার্সী বিএনপি’র সিনিয়র সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, বিএনপি নেতা জামাল হোসেন, মাছুম চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নিউজার্সি বিএনপি’র উপদেষ্টা সদস্য আবু তারেক খান। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে চিকিৎসা ব্যবস্থা করার জোর দাবি জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।