ক্যালিফোর্নিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি ছাত্র আরিফের

ডেস্ক রিপোর্ট
  ২১ নভেম্বর ২০২৩, ১২:০৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ডাবল হিট-এন্ড-রান দুর্ঘটনায় মারা গেছেন নিউইয়র্কের বাসিন্দা বাংলাদেশী মেধাবী ছাত্র আরিফ মোহাম্মদ। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলামেডা কাউন্টি করোনার অফিস দুর্ঘটনার শিকার নিউইয়র্ক সিটির ১৮ বছর বয়সী আরিফ মোহাম্মদের পরিচয় শনাক্ত করেছে।
পুলিশের বরাত দিয়ে সোমবার টাইম টেলিভিশনের খবরে বলা হয়, একটি ভাড়ায় চালিত জিপকারে চড়ে আরিফ মোহাম্মাদ স্থানীয় লিংকন অ্যাভিনিউ পাড়ি দেয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা অন্য একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় তার জিপকারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ততক্ষণে ধাক্কা দেয়া গাড়িটি চলে যায়। এসময় আরিফ মোহাম্মদ সহ দুই যাত্রী জিপকার থেকে নামলে অন্য একটি গাড়ি আরিফকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দ্বিতীয় বার ধাক্কা দেয়া গাড়িটিও তাৎক্ষনিকভাবে পালিয়ে যায়।