বিদেশ থেকে গৃহকর্মী নিয়োগে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের গৃহকর্মীদের দায়িত্বে থাকা সরকারের প্ল্যাটফর্ম ‘মসনদ’ নতুন এই নিয়মের কথা জানিয়েছে। নতুন নিয়মে গৃহকর্মী নিয়োগের জন্য আবেদন করতে হলে নিয়োগদাতার বয়স অন্তত ২৪ বছর হতে হবে। এ ছাড়া সৌদি নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক এবং সৌদি পুরুষদের বিদেশি স্ত্রী ও তাদের মা গৃহকর্মী নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি পারমিটধারীরাও এ ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগদাতাদের আর্থিক সক্ষমতার বিবেচনা করা হবে।
সৌদি শ্রম কর্তৃপক্ষ সম্প্রতি দেশের অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গৃহকর্মী ও নিয়োগদাতার অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় মসনদ নামের প্ল্যাটফর্ম তৈরি করেছে। প্ল্যাটফর্মটি ভিসা ইস্যু, নিয়োগ আবেদন এবং নিয়োগদাতা ও কর্মীর মধ্যেকার চুক্তিভিত্তিক সম্পর্ক নির্ধারণ করার মতো সেবা দিয়ে থাকে।
দেশটিতে কর্মরত গৃহকর্মী, গাড়ি চালক, পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনি, নিরাপত্তাকর্মী, কৃষক, দরজি, গৃহশিক্ষক ও সন্তান দেখাশোনার কর্মীদের গৃহকর্মী হিসেবে বিবেচনা করা হয়।
দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। এর মধ্যে আড়াই কোটির বেশি সৌদিয়ান। বাকিরা বিদেশি। দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ২৬ লাখ। যুক্তরাষ্ট্রের পরই বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে।