বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চালু ছিল। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক কিছু ব্যক্তিগত স্বার্থ-সংক্রান্ত হত্যাকাণ্ড গণমাধ্যমের জন্য দুঃখজনক হলেও এগুলো সাংবাদিকতার স্বাধীনতার পথে বড় বাধা নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন। প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ।
সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল’ অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান ও আইটি সেক্রেটারি রাজিব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আহমেদ সাদিক, আজিজুল আম্বিয়া, মারুফ গিয়াস বাপ্পি, মাসুদুর রহমান, শাহেদ শফিক ও শরীফ আহমেদ।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র পক্ষ থেকে আনোয়ার আলদীনকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।