গত ২০ সেপ্টেম্বর শনিবার জ্যামাইকার কুইন্স পাবলিক লাইব্রেরিতে সাড়ে তিনশ চাকরি প্রত্যাশীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি-এনবিসিএস’র চাকরির তথ্য ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বিষয়ক কর্মশালা। কর্মশালারা আহ্বায়ক ছিলেন মোহাম্মদ ভূঁইয়া ও সহ- আহ্বায়ক ছিলেন সেলিনা শারমিন। রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করেছে আমাদের দুই সন্তান নাবিহা বিনতে শফিক ও ফাহমিন রহমান টুইংকল। এনবিসিএস এর দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা বৃন্দ হাতে কলমে চাকরি প্রত্যাশীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সরকারি রেট এ বাড়ি ভাড়া ও অন্যান্য বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে আসা বাংলাদেশী ভাই বোনদের সেবা প্রদান করা হয়েছে।
ডা. নাফিসুর রহমান, হেলালে আলম টিটু, আশরাফ উজ জামান, আওকাত হোসেন খান, মোঃ শফিকুল ইসলাম, আনোয়ার পারভেজ, মনজুর কাদের, জুবায়ের রানা, মাহবুব কবীর, ফাতেমা রহমান, সৈয়দ মিজানুর রহমান, সেলিনা শারমিন ও মোঃ রফিকুল ইসলাম হাতে কলমে চাকরি প্রত্যাশীদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা প্রদান করেন। চাকরি প্রত্যাশীদের আদর্শ বায়োডাটা বা রিজিউমি ও কভার লেটার এর নমুনা কপি সরবরাহ করা হয় এবং বাংলাদেশে অর্জিত শিক্ষাগত সনদ মূল্যায়ন সংক্রান্ত তথ্য বিলি করা হয়। এনবিসিএস এর উপদেষ্টা আজহার আলী খান, মোঃ হানিফ মজুমদার সার্বক্ষণিক উপস্হিত থেকে কর্মশালা তদারকি করেন।
গত কর্মশালায় সেবা গ্রহণ কারী ও পরবর্তীতে চাকরি প্রাপ্ত কানিজ আকবরী, মোঃ জিন্নাহ সহ কয়েকজন কর্মকর্তা স্বতঃস্ফূর্ত ভাবে কর্মশালায় অংশ নিয়ে এর সার্থকতা প্রতিপন্ন করেছেন। এনবিসিএস আগামীতে কুইন্স, ব্রংক্স, ব্রুকলিন ও ম্যানহাটনেও এরকম কর্মশালা আয়েজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ন্যুনতম যোগ্যতাসম্পন্ন প্রায় সকল আগ্রহী বাংলাদেশি ভাই বোনের কর্মসংস্হান নিশ্চিত করতে এনবিসিএস তাদের কর্মকান্ড অব্যাহত রাখবে।