চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান

ডেস্ক রিপোর্ট
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭

নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টার ও রেস্টুরেন্টে এ আয়োজনের উদ্যোক্তা ছিলো ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’। ২১ সেপ্টেম্বর রোববার আছরের নামাজের পর থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মেজবান (নৈশভোজ)। বিপুলসংখ্যক প্রবাসী মেজবানে অংশ নিয়ে সুস্বাদু খাবার গ্রহণ করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রুকলিন বেলাল মসজিদ আ্যান্ড ইসলামিক স্কুলের ইমাম ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি। অনুষ্ঠানের সার্বিক সহযেগিতায় ছিলেন অ্যাটাব প্রেসিডেন্ট ও কর্ণফুলি ট্রাভেল্স-এর সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক রাসুলপ্রেমিক মুসল্লির উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকলেই অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্বমানবতার মুক্তির দূত, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুনেন এবং আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।
ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তিনি আরো বলেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারী, যুদ্ধ-বিগ্রহ নানামুখী সমস্যায় মহানবীর (সা.) শিক্ষা ও ইবাদত বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে।
উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়ে আসছে।আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতিক ও যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সামসুল আলম চৌধুরী এবং সদস্য সচিব ছিলেন মনির আহমদ। সহযোগিতায় ছিলের আলী আবকর বাপ্পী।