লন্ডনে টমি মিয়া অ‍্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০

রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়া অ‍্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশের বিপুল সংখ‍্যক অতিথিদের উপস্থিতে রবিবার সন্ধ‍্যায় লন্ডনের আইএল‍েগ কনফারেন্স সেন্টার আন্তর্জাতিক শেফ  ও কালিনারি কুকিং কুইন অ‍্যাওয়ার্ড প্রদান করা হয়। রোববার যুক্তরাজ‍্যের বিভিন্ন শহর থেকে অতিথিরা জড়ো হন, সময়  বাড়ার সাথে সাথে কানায় কানায় ভরে উঠে। গায়ের বধু ঘাটে যায়, লাল শাড়ী পরিয়া যায় গানের তালে নৃত‍্য শিল্পীরা যখন মঞ্চে উঠেন, তখন করতালিতে স্বাগতম জানান দর্শকরা।  শুরুতে স্বাগত বক্তব‍্য রাখেন টমি মিয়া আন্তর্জাতিক অ‍্যাওয়ার্ডের ফাউন্ডার টমি মিয়া। অ‍্যাওয়ার্ড টিমের সদস‍্যদের পরিচয় করিয়ে দেন মুস্তাক আলী বাবুল। এর পর লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব মানিক মিয়াকে। এবছর চ‍্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান শেফ অ‍্যাওয়ার্ড পান কামাল হোসেন জুনেদ ও সাইদ আহমেদ। কালিনারি কুকিং কুইন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চিয়েকো কুপার, রানার আপ হয়েছেন হুসনা আরা বেগম, তৃতীয় হয়েছেন মঞ্জু আরা খাতুন।
লিসা আজিজ ও নিতিন গ্রাথরার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব‍্য রাখেন বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম,  ইবকো কোম্পানির সিও ইকবাল আহমেদ ওবিই , বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার, ইউকে গ্রুপের সিও আফাজ মিয়া, তামাশা গ্রুপের সিও আশরাফ তালুকদার, রানীজ গ্রুপের ডাইরেক্টর তোফাজ্জুল আলম, আশরাফ পারভেজ, বিসিএর প্রেসিডেন্ট ওলি খান এমবিই, ডাব্লিউ পিসির সিও লুৎফুর রহমান, কোবরা বিআর এর স‍্যামসন সোহেল, প্রে টেপ গ্রুপের সাহেদ উদ্দিন, চ‍্যানেল এস এর মাহি ফেরদৌস জলিল, আইওন টিভির সিও আতাউল্লা ফারুক, ইস্পাহানি গ্রুপের এম এম ইস্পাহানি, ব‍্যারিস্টার তানিয়া আমির, এশিয়ান কারী অ‍্যাওয়ার্ডের ইয়াওর খান, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, লন্ডন -বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীসহ কুকিং কম্পিটিশনের বিচারক এবং প্রতিনিধি।