ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্রাণবন্ত উপস্থিতি

ডেস্ক রিপোর্ট
  ১৬ অক্টোবর ২০২৫, ২৩:৩৩


জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক বইমেলা। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। 
এতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পরামর্শদাতা অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পুরষ্কারপ্রাপ্ত বক্তা ও লেখক ড. রবিন গ্যাদারস, ইউক্রেনের উদীয়মান লেখক মারিয়া মানকো এবং যুক্তরাজ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশকরা। অনেকেই বাংলাদেশে তাদের বই বাংলা ভাষায় প্রকাশের আগ্রহ দেখান।
অনুষ্ঠানের পর মার্কিন প্রকাশনা সংস্থা মারিয়াম ওয়েবস্টার, চীনা প্রকাশনা সংস্থা বেইজিং লেশাংহুয়াক্সিং আন্তর্জাতিক সংস্কৃতি উন্নয়ন সংস্থা লিমিটেডের সঙ্গে তাদের বই/প্রকাশনার বাংলায় অনুবাদ এবং বাংলাদেশে বই বিতরণের বিষয়ে আশাব্যঞ্জক বৈঠক অনুষ্ঠিত হয়।এ ছাড়া তারা অদূর ভবিষ্যতে তাদের বইসমূহ বাংলাদেশে মুদ্রণে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ প্যাভিলয়নে আগত অতিথিবৃন্দকে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় ।