ফোবানা উত্তর আমেরিকার প্রবাসীদের মুল সংগঠন। উত্তর আমেরিকার সর্ববৃহত ফেডারেশন ফোবানা’র নেতৃবৃন্দ ২২ ফেব্রুয়ারি রাত ৮ টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। এ সময় ফোবানা নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফোবানার ৩৭ টি কনভেশন সম্পর্কে অবহিত করেন ও আসন্ন ৩৮ তম ওয়াশিংটন ফোবানা সম্পর্কে বিস্তারিত জানান। প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য্য সহকারে ফোবানার সফলতার কথা শুনেন ও প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোবানার মাধ্যমে বাংলাদেশকে ও বাংলাদেশের কৃষ্টি কালচার, সংস্কৃতিকে নতুন প্রবাসী প্রজন্মদের কাছে তুলে ধরার জন্য সাধুবাদ জানান।
এ সময় ফোবানার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফোবানার কর্মকর্তাবৃন্দ এবং আসন্ন ৩৮তম ফোবানা সম্মেলনের আমন্ত্রণ পত্র তুলে দেন তাঁর হাতে। ফোবানার এই প্রতিনিধি দলে ছিলেন ফোবানার বর্তমান চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর, ভাইস চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী, প্রাক্তন চেয়ারপারসন ডিউক খান, প্রাক্তন চেয়ারপারসন রেহান রেজা, প্রাক্তন চেয়ারপারসন আজাদুল হক এবং ফোবানা লিডার গোলাম ফারুক ভুইয়া। এখানে উল্লেখ্য যে Federation Of Bangladeshi Associations In North America (FOBANA) হলো বাংলাদেশের বাইরে বাংলাদেশীদের সর্ববৃহৎ ফেডারেশন। উত্তর আমেরিকার প্রায় ২২টি শহরের ৮০টিরও বেশী সংগঠন এই ফোবানার সাথে যুক্ত।এ বছর লেবার ডে উইকেন্ডে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে।
বাংলাদেশে অবস্থানরত ফোবানা নেতৃবৃন্দ মহান একুশের ভাষা দিবসের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ও ভাষা দিবসের র্যালী করেন।