সদ্য প্রয়াত যুক্তরাষ্ট্রের জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মিন্টু রহমানের কুলখানি গতকাল শনিবার ২৪ ফেব্রুয়ারি আসরের নামাজের পর স্থানীয় ওমর বিন আব্দুল আজিজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে এই কুলখানির আয়োজন করা হয়।
কুলখানিতে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ভগ্নীপতি জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান,ছেলে আশিকুর রহমান, জর্জিয়া মহনগর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক যথাক্রমে শেখ জামাল ও মোশাররফ হোসেন, জর্জিয়া আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুল আলম সাগর, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী ও মোহাম্মদ আলি হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মুহম্মদ আলি মানিক, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলি পিন্টু, জর্জিয়া ডেমোক্র্যাটিক পার্টি নেতা মোস্তফা জাহিদ টিটু, জর্জিয়া বিএনপি সভাপতি নাহিদুল খান সাহেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি মাহবুবর রহমান ভূঁইয়াসহ আরো অনেকে।
উল্লেখ, মিন্টু রহমান গত ১৭ ফেব্রুয়ারি শনিবার ভোর আড়াইটার দিকে স্থানীয় নর্থসাইড হাসপাতাল ইন গুনেইটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ সময়ে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। মুক্তিযোদ্ধা মিন্টু রহমান নরসিংদীর শিবপুর উপজেলার সররাবাদ গ্রামের সরকার পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের গুনেইট কাউন্টির স্নেলভিল উপশহরে পরিবার নিয়ে বসবাস করতেন।