জর্জিয়ায় বসন্ত উৎসবে জামালপুরবাসীর মিলন মেলা

ডেস্ক রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩২

বসন্তের রঙ-প্রকৃতি থেকে ছড়িয়ে পড়ে মানুষের মনে। হৃদয়ে জেগে ওঠা নতুনের সেই আনন্দে মেতে বসন্তকে বরণ করে নেওয়াটা হলে বাঙালির শত বছরের ঐতিহ্য। কিন্তু বসন্ত যে কেবল বাঙালির মনেই দোলা দেয় না, এর আবেদন যে বিশ্বজনীন, তারই স্বাক্ষর রাখল জর্জিয়ায়  প্রবাসী জামালপুরবাসীর উদ্যোগে উদযাপিত বসন্ত উৎসব। শীতের শেষে বসন্তের আগমনে এই উৎসবটি ছিল জর্জিয়া প্রবাসী জামালপুরবাসীদের মিলন মেলা।

২৪ ফেব্রুয়ারি শনিবার  সন্ধ্যায় জর্জিয়া অঙ্গরাজ্যের  নরক্রস উপশহরের স্থানীয় একটি ইভেন্ট হলে অনুষ্ঠিত এ উৎসবে বাঙালির বসন্ত উদযাপন বহুজাতিকতার নতুন মাত্রা যোগ করেছে। প্রবাসী জামালপুরের নারিরাই ছিল এ আয়োজনের মূল উদ্যোগতা। যেসব নারি এ উৎসবের আয়োজন করেন তারা হলেন,রাজিয়া সুলতানা সুরভি,ঊর্মি ইসলাম তানিয়া,মাহমুদা মিজান মিতুসহ আরো অনেকে।এসব নারিদের যেসব পুরুষ সহযোগিতা করেন তারা ছিলেন, এইচএম আবুল হাশেম,মোহাম্মদ ইসলাম মিল্টন,সুলাইমান সরকার,মিজানুর রহমান, সাজেদুল করিম নজরুল ইসলাম, মমতাজ উদ্দিন প্রমুখ ।
দর্শকের হৃদয় জয় করে নেয়া এ অনুষ্ঠানে বাংলা নাচগানের সঙ্গে ছিল জর্জিয়া প্রবাসী জামালপুরের নারিদের উদ্যোগে পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোররা গান ও নৃত্য পরিবেশনা করে এছাড়াও বড়দের মধ্যে এইচএম হাসেম, মিজানুর রহমান , হাসানাৎ রানা প্রমুখ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক গানসহ বিভিন্ন গান পরিবেশনা করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।