মিশিগানে মারাত্মক সড়ক দুর্ঘটনা

সিলেটের একই পরিবারের নিহত ১ আহত ২

ডেস্ক রিপোর্ট
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির টেন মাইল ও রায়ান রোড এলাকায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু(৫৫) নামের এক ব্যক্তি নিহত ও অন্য দুইজন মারাত্মক আহত হন। ওয়ারেন সিটি পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে ফোন পেয়ে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে দেখতে পান দুটি গাড়ীর সংঘর্ষ হয়েছে এবং একটি কালো হোন্ডা অ্যাকর্ড গাড়ীর তিনজন যাত্রী রয়েছেন যাদের মধ্যে একজন পুরুষ সদস্য সামনের যাত্রী সিটে রয়েছেন, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। অন্য যাত্রী গুরুতর আহত অবস্থায় এবং আহত ড্রাইভারকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। এরা দুজন হচ্ছেন গাড়ী দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলী সাজুর ছেলে ও মেয়ে। অন্য গাড়ীর দুই আরোহীকে সামান্য আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, একটি গাড়ী পার্কিং লটে বাঁ দিকে মোড় নেয়ার চেষ্টা করায় দুর্ঘটনা ঘটেছে। এ  দুর্ঘটনায় ড্রাগ বা অ্যালকোহল জাতীয় কোন কিছুর সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে ওয়ারেন পুলিশ। দুর্ঘটনার পর টেন মাইল ও রায়ান রোডের সংযোগস্থলটি কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল।
ওয়ারেন সিটি নিবাসী প্রয়াত জাহাঙ্গীর আলী সাজু ছিলেন খুব মিশুক স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে ওয়ারেন, ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক শহরের প্রবাসী বাঙালি কমিউনিটিতে  শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন সিলেটের একজন সফল ব্যবসায়ী। তার নামাজে জানাজা আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ যোহর ডেট্রয়েট শহরের নূর মসজিদ এ অনুষ্ঠিত হয়।